ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্মের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে নাগরিক সমাজের বিভিন্ন সমমনা সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারি সংস্থা রূপান্তরের সহযোগিতায় নাগরিক প্লাটফর্মের সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।
বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, এটিএন বাংলার নিজস্ব প্রতিনিধি এম. কামরুজ্জামান, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন, সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, সুকুমার দাশ বাচ্চু, এনজিও প্রতিনিধি কৃষ্ণপদ মুন্ডা, নাজমুল আলম মুন্না, সালাউদ্দীন কাদের, যুব ফোরামের কর্ণ বিশ্বাস কেডি, আইরিন সুলতানা, নুর আলম, সুশান্ত মল্লিক, শীলা রানী হালদার, দেবহাটা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার প্রমুখ।
সভায় যুগ্ম আহবায়কের পদ শূন্য থাকায় উপস্থিত সভ্যদের মতামতের ভিত্তিতে ফারজানা রুবি মুক্তিকে জেলা নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক করা হয়।
সভায় বক্তারা সমাজে শান্তি ও সম্প্রীতি রক্ষায় জেলা ও উপজেলা পর্যায়ে যুব কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে বিভিন্ন পরামর্শ দেন।
সমাজে শান্তি-সম্প্রীতির চিত্র ফুটিয়ে তুলতে সমন্বয় সভায় কবিতা আবৃত্তি, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত গৃহিত হয়।