ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় যুবলীগের মিছিলের প্রতিবাদে তালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তালা উপজেলা ছাত্রদল এবং ছাত্র শিবির সম্মিলিতভাবে মিছিলটি বের করে। মিছিলটি তালা উপশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে, তালা বাজারের ৩ রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদল নেতা জোয়াদ্দার ফারুক হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মেহেদী হাসান সাগর, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন, তালা থানা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারী মীর্জা সাকিব, মো. মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. রবিউল ইসলাম, ছাত্র শিবির নেতা মো. আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা রিপন হোসেন, সোহাগ, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা সৌরভ, মুজাহিদ, রায়হান, রাব্বী ও হায়াতুর প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগ ও যুবলীগসহ আওয়ামী লীগের সকল অঙ্গ-সংগঠনের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়।
এছাড়া, রোববার সন্ধ্যায় সাতক্ষীরায় মিছিলকারী যুবলীগ নেতা-কর্মীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।