শুক্রবার , ২৬ মে ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

জাপানে গুলি-ছুরিকাঘাতে পুলিশসহ নিহত ৪

প্রতিবেদক
admin
মে ২৬, ২০২৩ ১২:০১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে গুলি ও ছুরিকাঘাতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মাসানোরি আওকি (৩১)। তার বাবা একজন স্থানীয় রাজনৈতিক নেতা।

শুক্রবার (২৬ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হোনশু দ্বীপের শহর নাগানো প্রিফেকচারে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি প্রথমে এক নারীকে নারীকে ছুরিকাঘাতে হত্যা করে।

এঘটনায় প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছালে একটি হান্টিং রাইফেলের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হন। চতুর্থ মৃত্যুর বিষয়টি পরে নিশ্চিত করা হয়।

জাপানে বন্দুক সহিংসতা অত্যন্ত বিরল। যদিও গত বছরের জুলাইয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে গুলি করেই এক নাগরিক সমাবেশে হত্যা করা হয়।

জাপানি বার্তা সংস্থা কিয়োডোর জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে পুলিশ একটি ফোন পায়। জানানো হয় আওকি এক নারী ধাওয়া করেছিল। পরে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়।

একজন প্রত্যক্ষদর্শী (ঘটনাস্থলের পাশেই একটি মাঠে কাজ করছিলেন) কিয়োডোকে বলেন, ৩০ সেন্টিমিটারের লম্বা ব্লেড দিয়ে হামলা করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শী সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি কেন

কেন তিনি ওই নারীকে ছুরিকাঘাত করেছেন জানতে আওকি প্রত্যক্ষদর্শীকে বলেন, আমি তাকে হত্যা করেছি, কারণ আমি চেয়েছিলাম।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!