সুলতান শাহজান: শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ নিয়ে নবীন-প্রবীণদের অংশগ্রহণে গল্পের আসর বসে।
উপজেলার কাশিমাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সিডিও ইয়ুথ টিম, এস.এস.এস.টি ও কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক এর আয়োজনে ও এনজিও বারসিক’র সহযোগিতায় অনুষ্ঠিত গল্পের আসরে উপজেলা জনসংঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব শেখ লুৎফর রহমান, দাউদ আলী, আব্দুর রহমান ও শামসুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বারসিক কর্মকতা বিশ্বজিৎ মন্ডল, বরসা গাইন, সিডিও ইয়ুথ টিমের হাফিজুর রহমান, আনিছুর রহমান মিলন, সাদি, ইমরান হোসেন ও কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক এর সদস্য আলতাপ হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক এর সভাপতি রাইসুল ইসলাম।