ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ‘আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে ছফুরননেছা মহিলা কলেজে আইএফআইসি ব্যাংকের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে আইএফআইসি ব্যাংকের সাতক্ষীরা শাখার সিএসএম মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় ও ম্যানেজার হাসানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছফুরননেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রেজাউল করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আইএফআইসি ব্যাংক সাতক্ষীরা শাখার অফিসার শামিমা ইয়াসমিন, পাটকেলঘাটার উপশাখার ইনচার্জ আফরিন আহমেদ, ছফুরননেছা মহিলা কলেজের শিক্ষক পম্পাবতি মুখার্জি, প্রদীপ কুমার দাস, এ আর এম সেলিম আক্তার প্রমুখ।
সেমিনারে নারীদের মধ্যে ব্যাংকিং নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা তথ্য উপাত্ত তুলে ধরা হয়।