ডেস্ক রিপোর্ট: ইয়ং টাইগার্স অ-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪ এর খুলনা ভেন্যুর খেলায় মেহেরপুরকে ১৭৯ রানে হারিয়েছে সাতক্ষীরা জেলা দল।
বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সাতক্ষীরা জেলা দল এই বিশাল জয় পায়।
খেলায় সাতক্ষীরা জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৪ রান করে। দলের বান্নাহ অপরাজিত ৮২ এবং সুজয় ৪১ রান করে।
জবাবে মেহেরপুর জেলা ব্যাট করতে নেমে ২৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৬৫ রান করে। সাতক্ষীরা জেলা দলের আজনাত ৪টি এবং আরবাজ ২টি উইকেট লাভ করে। ফলে সাতক্ষীরা জেলা ১৭৯ রানে জয়লাভ করে।