মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কবিতা : বসন্তের আগমন || সারমিন চৌধুরী

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ

শীতের মাস পালিয়ে যাচ্ছে ধীরপায়ে
বসন্তের বাতাস দিয়েছে দোলা।
মেঘবতী নীল শাড়ির আঁচল উড়িয়ে
এলোকেশী চুল রাখছে খোলা।

গাছের পাতারা ঝরে যাচ্ছে আনন্দে
ফুলে ফুলে সাজবে ডালপালা।
ফেটে চৌচির হওয়া ঠোঁট মলিন হবে
সর্বত্রই বসবে ফাগুনের মেলা।

মহল্লায় মহল্লায় সাজাবে নাগরদোলা
খিলখিলিয়ে উঠবে গাঁয়ের শিশু।
রোদের তীব্রতায় ধুলো পুড়ে খই হবে
পালাবে গাত্রের আরোগ্য আশু।

মধুবনের পাহাড় গড়বে মৌমাছির দল
উপজাতিরা তুলবে নৃত্য-ঝংকার।
গান গাইবে কোকিল বসন্তের আগমনে
কিশোরীর গলায় মাটির অলংকার।

আমের মুকুল খোলে পরাগ বাড়ে ধীরে
ষাট জিনিসে ভোজন তৈরি হয় গৃহে।
ঘাটের পানি শুকিয়ে আধু হাঁটুতে নামে
বসন্তের অমায়িকতা হৃদয় যায় ছুঁয়ে।

সারমিন চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!