শনিবার , ২০ মে ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় আদালতের আদেশ অমান্য করে অন্যের জমি দখলের পায়তারা

প্রতিবেদক
the editors
মে ২০, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় আদালতের নির্দেশ অমান্য করে অন্যের জমি দখলের পায়তারা ও ফসল ফলাদি কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি তারা বহিরাগত সন্ত্রাসী দিয়ে একের পর জীবন নাশের হুমকি দিচ্ছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় কলবাগান এলাকায়।

পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে রাজিউল হাসান জানান, তার মা তাকে ১ দশমিক ৪৫ একর সম্পত্তি দান করেন। অন্য ভাইয়েরা মাকে দেখাশুনা করে না বলে তিনি ওই সম্পত্তি তাকেই দান করেন। সেখান থেকে ভাইয়েরা তার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করতে থাকে। এ ঘটনায় তার ভাই রফিকুল হাসান সাতক্ষীরা দেওয়ানী আদালতে ৩০/২২ নং মামলা দায়ের করেন। মামলায় তারা হেরে যায়। আদালত গত ১১ মে ২০২৩ সালে রাজিউল হাসানের পক্ষে রায় দেয় এবং মামলটি খারিজ করে দেয়। একই সাথে রায়ে যে যে অবস্থানে আছে তা বজায় রাখার আদেশ দেওয়া হয়। কিন্তু আদালতের আদেশ অমান্য করে তারা আবারও জোরপূর্বক তার জমি দখল করার পায়তারা করছে এবং আমাকে জীবন নাশের হুমকি দিচ্ছে।

ভুক্তভোগী রাজিউল হাসান এ বিষয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!