শুক্রবার , ১৬ জুন ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কলারোয়া সীমান্তে ৩টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

প্রতিবেদক
the editors
জুন ১৬, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ

শহীদুজ্জামান শিমুল: সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে তিনটি স্বর্ণের বারসহ মজনু খান নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১৬ জুন) বিকেলে উপজেলার কাজীরহাট ঠাকুরবাড়ি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মজুন খান মানিকগঞ্জ জেলার সিংড়া উপজেলার চাড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, কাজীরহাট ঠাকুরবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ঝাউডাঙ্গা ক্যাম্পের হাবিলদার ফারুক হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে গোপনে অবস্থান নিয়ে সোনাবহনকারী মজনু খানকে আটক করে। পরে তাকে তল্লাশী করে তার হাতে থাকা ব্যাগের ভিতরে টেপ দিয়ে মোড়ানো ৩টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার ওজন ৩৪৯ গ্রাম ৯২০ মিলিগ্রাম, যার মূল্য প্রায় ২৯ লাখ ৫৩ হাজার টাকা।

আটক মনজুকে কলারোয়া থানায় সোপর্দ ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!