ডেস্ক রিপোর্ট: তালায় সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন, বিপণন, ব্র্যান্ডিং ও ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ জুলাই) সকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার পেস প্রকল্পের আওতায় সংস্থার সম্মেলন কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
পেস প্রকল্পের ব্যবস্থাপক আক্তার হেসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থীদের সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন বিপণন ব্র্যান্ডিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন এসইপি ডেইরি প্রকল্পের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন ও আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক এসএম নাহিদ হাসান।
কর্মশালায় তালা সদর ইউনিয়নের ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।