বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, কার্গো জব্দ, জরিমানা!

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১০:২৭ অপরাহ্ণ

এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দু’জনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত শুভযাত্রা নামের বিশালাকারের একটি কার্গো জব্দ করা হয়।

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সহকারী কমশিনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালান।

এর আগে ভাঙন কবলিত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পদ্মপুকুর ইউনিয়নের তহশীলদার তপন কুমার মন্ডল গ্রাম পুলিশ দিয়ে কার্গোটি আটকে রাখে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙন কবলিত এলাকা হওয়ায় খোলপেটুয়া নদীসহ আশপাশের এলাকা হতে বালু উত্তোলন নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় প্রভাবশালীরা রাত দিন নানা কৌশলে এসব এলাকা হতে ড্রেজিং মেশিনের সহায়তায় বালু উত্তোলন করে ঠিকাদারসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে।

সূত্রটি আরও জানায়, হাফিজুর রহমানের মালিকানাধীন কার্গো দিয়ে বৃহস্পতিবার উপজেলার খোলপেটুয়া নদীর বিড়ালাক্ষীর চর থেকে বালু উত্তোলন করা হচ্ছিল।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পদ্মপুকুরের তহশীলদার তপন কুমার ঘটনাস্থলে পৌঁছে দুই শ্রমিকসহ কার্গো আটকে রাখার পর ভ্রাম্যমাণ আদালত কার্গো জব্দের পাশাপাশি দুই শ্রমিককে আটক করে। এসময় তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!