মঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

লড়াইয়ে নামছেন মেসি-রোনালদো

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ১২, ২০২৩ ১২:৩৫ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: ফের কঠিন লড়াইয়ে লিওনেল মেসির মুখোমুখি হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রায় একমাসের টানাপোড়নের পর অবশেষে মাঠে নামতে সম্মত হয়েছেন বর্তমান ফুটবলবিশ্বের দুই সুপারস্টার। সবকিছু ঠিক থাকলে আগামী ১ ফেব্রুয়ারি মেসির বিপক্ষে মাঠে নামবেন রোনালদো। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিংডম অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি শুরু হবে।

গতকাল সোমবার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামি বিষয়টি নিশ্চিত করেছেন। ক্লাবটি জানিয়েছে, সৌদি আরবের রিয়াদ সিজন কাপে অংশ নেবে ইন্টার মায়ামি। সেখানেই মুখোমুখি হবে মেসির দল ইন্টার মায়ামি ও রোনালদো দল আল নাসর।

এর আগে গত ২১ নভেম্বর বিষয়টি জানিয়েছিল সৌদি আরবের ফুটবল কর্মকর্তারা। তখন ইন্টার মায়ামি বিষয়টি অস্বীকার করে বলেছিল, এই ধরনের প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন।

অবশেষে যুক্তরাষ্ট্রের ক্লাব মায়ামি নিশ্চিত করেছে, আগামী ২৯ জানুয়ারি তারা সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের বিপক্ষে খেলবে এবং ১ ফেব্রুয়ারি রোনালদোর ক্লাব আল নাসরের বিপক্ষে ম্যাচ খেলবে।

একই ভেন্যুতে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের আল হিলালের বিপক্ষে খেলবে মেসির দল। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি। চোটের কারণে ওই ম্যাচে খেলতে পারবেন না নেইমার।

মায়ামির ক্রীড়া পরিচালক ক্রিস হেন্ডারসন বলেন, ‘এই ম্যাচগুলি আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে কাজ করবে। যা আমাদের নতুন মৌসুমে আসার সাথে সাথে উপকৃত করবে। আল-হিলাল এবং আল নাসরের মতো মানের দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পেয়ে আমরা আমাদের দলের জন্য রোমাঞ্চিত।’

জাতীয় দল এবং ক্লাব সব মিলিয়ে মোট ৩৫ বার মেসি-রোনালদো দৈরথ দেখেছিল ফুটবলপ্রেমীরা। এর মধ্যে ১৬ বার জিতেছে মেসির দল। অপরদিকে ১০টিতে জিতেছে রোনালদোর দল। আর বাকি ৯টি ম্যাচ ড্র হয়েছিল।

এসব খেলায় মেসি করেছেন ২১ গোল ও ১২ অ্যাসিস্ট, রোনালদো করেছেল ২০ গোল ও এক অ্যাসিস্ট।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

তুজলপুর ট্রলি মালিক-শ্রমিক সমিতির উদ্যোগের গাছের চারা বিতরণ

বঙ্গবন্ধু টুর্নামেন্টে আশাশুনি, বঙ্গমাতায় সাতক্ষীরা পৌরসভা চ্যাম্পিয়ন

এবার হইচইতে জয়া ও পরী, আসছে নতুন ছয় সিরিজ

আনারকে হত্যার জন্য অপহরণ: তিন আসামি ফের ৫ দিনের রিমান্ডে

শ্যামনগরের প্রকৌশলী জাকিরকে অপসারণ ও মাফিয়া ঠিকাদারের লাইসেন্স বাতিলের দাবি

দ্বাদশ সংসদ নির্বাচন: পাঁচ মানদণ্ডে মিলবে আ.লীগের টিকিট

শ্যামনগরে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

বাবা হচ্ছেন, তিন মাসের কর্মবিরতি নিলেন রাম চরণ

ইরানে মাদক নিরাময় কেন্দ্রে আগুনে ৩২ জনের প্রাণহানি

সার্ভেয়ারকে লাঞ্ছিতের ঘটনায় কয়রার সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত

error: Content is protected !!