ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতির অনুকূলে বরাদ্দকৃত টিআর, কাবিখা, কাবিটা ও ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ জুন) সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপি লায়লা পারভীন সেঁজুতি বিভিন্ন ক্লাব, লাইব্রেরি, নাট্য সংগঠন, নারী সংগঠন, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান, ঈদগাহ, এতিমখানা, কবরস্থান এবং রাস্তা ও সেচ ব্যবস্থার উন্নয়নে এসব চেক বিতরণ করেন।
একই সময়ে তিনি অসুস্থ, অসহায় ও দুস্থদের মাঝে ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। আরো বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক।
অনুষ্ঠানে প্রায় ৬০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।