উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) মুন্সীগঞ্জ পুলিশ ঘাটের মাঠে ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, শ্যামনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ নাজমুল হক, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিক, শ্যামনগর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হাবিব হোসেন সেলিম, শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাস্টার মজনু ইলাহী, শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল কাইয়ুম আবু ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, শ্যামনগর উপজেলা তরুণ দলের আহবায়ক জয়নাল মল্লিক, শাহাদাত হোসেন, ইমরান হোসেন, সালাউদ্দিন জিকো প্রমুখ।



















