কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ উৎপাদন ও বিক্রির দায়ে শংকর ঘোষ (৪৫) নামে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ নেওয়াজ তাকে এই জরিমানা করেন।
শংকর ঘোষ, বিদ্যানন্দকাটি গ্রামের বিষ্ণুপদ ঘোষের ছেলে।
এসময় ভেজাল দুধ উৎপাদনে ব্যবহৃত জেলি, তেল, সোডাসহ অন্যান্য দ্রব্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।