ডেস্ক রিপোর্ট: জনতা ব্যাংকের বাকাল শাখা পরিদর্শন করেছেন ব্যাংকটির খুলনা বিভাগীয় প্রধান জিএম (ইনচার্জ) আবুল কালাম আজাদ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) তিনি আকস্মিক বাকাল শাখা পরিদর্শন করেন।
এসময় তিনি ব্যাংকিং সেবার মান উন্নয়নে কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন।
পরিদর্শনকালে তার সাথে ছিলেন সাতক্ষীরা অঞ্চলের প্রধান উপ মহাব্যবস্থাপক মোঃ রোকনুজ্জামান, সহকারী মহাব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম, বাকাল শাখা ব্যবস্থাপক মোঃ শাহিনুর রহমান প্রমুখ।
এর আগে খুলনা বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ ব্যাংকে পৌঁছালে বাকাল শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাকে স্বাগত জানান।