বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়ায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সিরাজুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ মে) বেলা ১২টার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কেএম কর্মকর্তা কেএম রবিউল ইসলাম।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার সময় বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। ধর্ষক সিরাজুল ইসলাম বাগআঁচড়া উজ্জ্বল পাড়া এলাকার মৃত বছির উদ্দীনের ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম জানান, নির্যাতিত শিশুটির মা মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা ৬টার সময় থানায় এসে তার শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে লিখিত এজাহার দায়ের করেন। পরে বিষয়টি পুলিশ আমলে নিয়ে তথ্য-প্রযুক্তিসহ গোপন ও প্রকাশ্য তদন্ত শুরু করে ওই দিনই দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল এলাকা থেকে ধর্ষক সিরাজুলকে আটক করতে সক্ষম হন। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।