বিলাল হোসেন: পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ৮নং ওয়ার্ডের জামায়াতের যুব বিভাগ।
শুক্রবার (১৪ মার্চ) সকালে এই অভিযান পরিচালনা করা হয় এবং কয়েকটি দোকানে ডাস্টবিন বিতরণ করা হয়।
পদ্মপুকুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আকবর হোসেনের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন যুব বিভাগের সভাপতি মাওলানা তরিকুল ইসলাম, সেক্রটারি বায়জিদ হোসেন, ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা মোক্তারুজ্জামান, সেক্রটারি মাওলানা মোক্তারুজ্জামান, ছাত্র শিবিরের ইউনিয়ন সভাপতি ইসমাইল হোসেন, মৌলভী আফসার উদ্দিন প্রমুখ।
এসময় স্থানীয় বাজারের ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েজকুরুনি, আব্দুস সাত্তার, আব্দুল গফ্ফার, কামরুল ইসলাম, আবুল হাসান, আব্দুল ওহিদ, মশিউর রহমান, আলাল হোসেন, হেলাল হোসেন, আমজাদ হোসেন মোল্লা, সাব্বির হোসেন, হেলাল, আজমল হোসেন প্রমুখ।