বুধবার , ২ অক্টোবর ২০২৪ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় অন্তঃসত্ত্বা মাসহ পিতাকে পিটিয়ে জখম

প্রতিবেদক
admin
অক্টোবর ২, ২০২৪ ১২:১৩ পূর্বাহ্ণ

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে নানীর মৃত্যুর খবর পেয়ে নানাবাড়ির উদ্দেশ্যে রওনা হয় ১৪ বছরের এক কিশোরী। পথিমধ্যে বৈশখালী এলাকার মজিদ মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে বখাটে হাসান, হানিফ ও রিয়াজুল তার গতিরোধ করে। এসময় হাত ধরে টানাটানিসহ মোটর সাইকেলযোগে গন্তব্যে পৌঁছে দেয়ারও প্রস্তাব দেয় তারা। একপর্যায়ে খালাত ভাইয়ের সহায়তায় মৃতের বাড়িতে পৌঁছালেও পিতামাতাসহ ঐ কিশোরী বখাটেদের হামলার শিকার হয়েছে। ওই কিশোরী পার্শ্ববর্তী রাশিদিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে শ্যামনগর উপজেলার বৈশখালী গ্রামে এ ঘটনা ঘটে। বখাটেদের হামলায় আহত কিশোরীসহ তার পিতা ও অন্তঃসত্ত্বা মাতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তার মাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতােেল পাঠানো হয়েছে।

ফারুক হোসেনসহ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরের দিকে তার শ্বশুড়ীর মৃত্যু হয়। খবর পেয়ে অন্যরা মৃত বাড়িতে পৌঁছালেও মাদ্রাসায় থাকায় ওই কিশোরী যথাসময়ে সেখানে পৌঁছাতে ব্যর্থ হয়। একপর্যায়ে মাদ্রাসা থেকে ফিরে একাকী নানার বাড়িতে যাওয়ার সময় তার গতিরোধ করে হাসান, হানিফ, রিয়াজুল। এসময় তার ভাইরার ছেলে সাইফুদ্দিন ঘটনাস্থলে পৌছে বখাটেদের বকাঝকা দিয়ে আসমাকে নিয়ে মৃতবাড়িতে পৌঁছায়। এঘটনার কয়েক মিনিটের মধ্যে বখাটে হাসান ও হানিফের নেতৃত্বে আলআমিন, আকরাম ও রিয়াজুলসহ ১৪/১৫ জন তরুণ ও যুবক লাঠিসোটা নিয়ে উক্ত মৃতবাড়িতে পৌঁছে নারকীয় তাণ্ডব চালায়। এসময় হামলাকারীদের মারধরে ওই কিশোরীসহ তার সন্তানসম্ভবা মা ও পিতা মারাত্মকভাবে আহত হয়।

অভিযোগের বিষয়ে আলআমিন বলেন, তিনি মিমাংসার কথা বলে চলে আসেন। পরে অন্যরা মারধর করেছে বলে জানতে পেরেছেন। অপর অভিযুক্ত হানিফ হোসেন জানান, তিনি ছিলেন না তবে আলআমিনসহ আরও কয়েকজন মরা বাড়িতে ঢুকে মারপিট করেছেন।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, আহতরা থানায় আসার পর তাদেরকে প্রাথমিকভাবে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। পরবর্তীতে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/theeditors.net/public_html/wp-includes/formatting.php on line 4705
slot gacor slot gacor slot gacor toto edctoto toto edctoto edctoto edctoto edctoto edctoto EDCTOTO edctoto edctoto edctoto