বুধবার , ২১ মে ২০২৫ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে বালু উত্তোলন নিয়ে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, আহত ১০

প্রতিবেদক
The Editors
মে ২১, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরে যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার সাড়ে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার নওয়াবেঁকী বাজারে থেমে থেমে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের ১২-১৩ জন আহত হলেও যুবদল নেতা আলআমিন (২৬) সহ চারজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে আল আমিনের অবস্থা গুরুতর। তিনি উপাজেলার আটুলিয়া ইউনিয়ন যুবদলের ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক। হাসপাতালে ভর্তি অন্যান্যরা হলেন, যুবদল কর্মী জাহাঙ্গীর (২৭), ছাত্রদল ইউনিয়ন কমিটির সদস্য আরাফাত হোসেন (২০) ও শ্রমিকদলের সদস্য জাহাঙ্গীর হোসেন (৩০)।

স্থানীয়রা জানান, খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন নিয়ে স্থানীয় বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা সরাসরি অংশ নিলেও নেপথ্যে থেকে ইউনিয়ন ও উপজেলা বিএনপির কতিপয় নেতা মদদ যুগিয়েছে। সম্প্রতি ডাক হওয়া হিজলদিয়া বালুমহালের ইজারা নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তারা এমন সংঘাতে জড়িয়ে পড়ে বলেও দাবি সংঘর্ষে জড়িয়ে পড়া নেতাদের।

আটুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আল আমিন হোসেন জানান, সম্প্রতি তাদের সিনিয়র নেতা আনোয়ারুল ইসলাম হিজলের বালুমহাল ইজারা পেয়েছেন। মঙ্গলবার সকালে তাদের বোটম্যান ঘোলা গ্রামের আব্দুল হাকিম বালু উত্তোলন করতে সেখানে যান। দুপুর দুইটার দিকে আটুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুল্লাহ ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক রেজাউল ইসলাম ঘটনাস্থলে যেয়ে তাকে তুলে নিয়ে ইউনিয়ন ভূমি অফিসে আসে। এখবর ছড়িয়ে পড়লে তাদের কর্মী সমর্থকরা জড়ো হতে শুরু করলে হাবিবুল্লাহ ও রেজাউল নিজেদের স্বল সংখ্যক কর্মী নিয়ে চলে যায়। পরবর্তীতে রাত ৮টার দিকে উক্ত দুই নেতাসহ ছাত্রদল নেতা বেলাল হোসেনের নেতৃত্বে বিএনপির অঙ্গ সহযোগী বিভিন্ন সংগঠনের ৫০/৬০ জন আকস্মিক তাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় তাদের সাতজন আহত হলেও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ছাত্রদলের সাবেক ইউনিয়ন সভাপতি হাবিবুল্লাহ জানান, প্রশাসনের নির্দেশে তারা হাকিমকে আটক করে নিয়ে ইউনিয়ন ভূমি অফিসে নিয়ে যায়। এসময় তাদের উপর প্রতিপক্ষ চড়াও হওয়ার চেষ্টা করলে নিজেরা সেখান থেকে চলে যান।

একপর্যায়ে রাতে তারা কিছু কর্মী সমর্থক নিয়ে বসে থাকার সময় প্রতিপক্ষ তাদের উপর চড়াও হওয়ার চেষ্টা করলে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে যায়। এসময় নিজেদের ছয় জন আহত হলেও যুবদল কর্মী হাফিজুরকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার কথা জানান তিনি।

উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলামের ভাষ্য নীতিমালা মেনে তারা বালুমহাল ইজারা নিয়েছেন। কিন্তু ইজারা নিতে ব্যর্থ প্রতিপক্ষ ব্যবসায়িকভাবে তাদের ক্ষয়-ক্ষতির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসবের অংশ হিসেবে মঙ্গলবার তাদের বোটম্যান আব্দুল হাকিমকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে স্বেচ্ছাসেবকদলের নেতা রেজাউল ও সাবেক ছাত্রদল নেতা হাবিবুল্লাহর নেতৃত্বে তাদের কর্মী সমর্থকদের উপর হামলা হয়েছে। বিষয়টি তারা ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে জানিয়েছেন।

উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবীর জানান, বিষয়টি খুবই খারাপ হয়েছে। ঘটনা তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া জরুরী।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বুধবার বিকাল পর্যন্ত কোন পক্ষ লিখিত অভিযোগ জমা দেয়নি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় জামায়াতের সম্মেলন ৩০ নভেম্বর, আসবেন কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান

কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার

প্রতিদিনই পঞ্চাশের মধ্যে ৪৮ জনই তদবির নিয়ে আসেন: উপদেষ্টা আসিফ

পাইকগাছায় অতি জোয়ার ও বেড়িবাঁধ মনিটরিং স্বেচ্ছাসেবকদের সুরক্ষা সরঞ্জাম প্রদান

খুবিতে তরুণদের জলবায়ু ধর্মঘট: নবায়নযোগ্য শক্তি প্রসারের দাবি

ইসলামী ব্যাংকে এলোপাতাড়ি গুলি, ৫ কর্মকর্তা গুলিবিদ্ধ

কলারোয়ায় ভোট কেন্দ্রে দাঙ্গা সৃষ্টির অভিযোগে আটক ৪

বিশেষ ফায়দা নিতে ধর্মের নামে রাজনীতি চলবে না: শেখ হাসিনা

টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাতক্ষীরার কুখ্যাত মাদক ব্যবসায়ী খোড়া মিজান গ্রেফতার

error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/theeditors.net/public_html/wp-includes/formatting.php on line 4705
slot gacor slot gacor slot gacor toto edctoto toto edctoto edctoto edctoto edctoto edctoto EDCTOTO edctoto edctoto edctoto