নাহিদ সায়াদাত ফুয়াদ: সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় গোপাল স্মৃতি সংসদের উদ্যোগে চল্লিশোর্ধ্বদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জুন) গাবুরার গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মরহুম মাছুদুল আলম ও মরহুম এস.কে শহিদুল্লাহ মন্টু স্মরণে অনুষ্ঠিত টুর্নামেন্টে ৪টি দল অংশগ্রহণ করে।
এতে ৮নং ওয়ার্ড ৪-০ গোলে ৪নং ওয়ার্ডকে পরাজিত করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শ্যামনগর উপজেলা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য ইস্রাফিল আলম।
এর আগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।