ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মতিউর রহমান, ইয়াহিয়া ইকবাল, সিনিয়র শিক্ষক আব্দুর রউফ, মোবাশ্বেরুল হকসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনা করেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মোমিনউদ্দিন ও সহকারী শিক্ষক মোঃ কাবিজুল ইসলাম।
বক্তারা এসময় জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সুনাম ও সুখ্যাতি তুলে ধরে শিক্ষার্থীদের আদর্শ শিক্ষাজীবন গঠনের দিক নির্দেশনা প্রদান করেন।