শনিবার , ১৯ এপ্রিল ২০২৫ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

দুটি পাতার সব প্রতিবেদন হুবহু, ময়মনসিংহে ১৩ পত্রিকার সম্পাদককে শোকজ

প্রতিবেদক
The Editors
এপ্রিল ১৯, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহ থেকে প্রকাশিত ১৩টি পত্রিকার দুটি পাতায় সব প্রতিবেদন হুবহু প্রকাশ করায় পত্রিকাগুলোর সম্পাদক ও প্রকাশকদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা প্রশাসন। গত বুধবার ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবীবা মীরা স্বাক্ষরিত নোটিশে তাঁদের পত্র পাওয়ার পাঁচ কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

গত ৩০ মার্চ এবং ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৩ এপ্রিল পত্রিকাগুলোর দ্বিতীয় ও তৃতীয় পাতায় সব প্রতিবেদন হুবহু একই ধরনের ছাপা হওয়ায় শোকজ করা হয়। বিষয়টি নিশ্চিত করে এডিএম উম্মে হাবীবা মীরা বলেন, জেলা প্রশাসকের নির্দেশে শোকজের চিঠি জারি করা হয়েছে। ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন এবং কপিরাইট আইনে বিষয়টি অপরাধ হলেও চিঠিতে সুনির্দিষ্ট করে কোনো ধারা উল্লেখ করা হয়নি।

নোটিশ পাওয়া পত্রিকাগুলো হলো মো. শামসুল আলম খান সম্পাদিত দৈনিক আজকের ময়মনসিংহ; এফ এম এ ছালাম সম্পাদিত দৈনিক দেশের খবর; এন বি এম ইব্রাহীম খলিল রহিম সম্পাদিত দৈনিক বিশ্বের মুখপত্র; মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার সম্পাদিত দৈনিক ঈষিকা; নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত দৈনিক অদম্য বাংলা; মো. আফসর উদ্দিন সম্পাদিত দৈনিক সবুজ; আ ন ম ফারুক সম্পাদিত দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা; শেখ মেহেদী হাসান নাদিম প্রকাশিত দৈনিক জাহান; ওমর ফারুক সম্পাদিত দৈনিক কিষানের দেশ; এম এ মতিন সম্পাদিত দৈনিক নিউ টাইমস; ফরিদা ইয়াসমীন রত্না সম্পাদিত হৃদয়ে বাংলাদেশ; বিকাশ রায় সম্পাদিত সাপ্তাহিক পরিধি।

শোকজের চিঠিতে বলা হয়, ‘বিগত ৩০ মার্চ, ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৩ এপ্রিল ভিন্ন ভিন্ন সংবাদপত্রে ভিন্ন ভিন্ন সম্পাদক ও প্রকাশক একই সংবাদ, একই আঙ্গিকে, একই তারিখে প্রকাশ করেছেন। ভিন্ন ভিন্ন সংবাদপত্রে ভিন্ন ভিন্ন সম্পাদক ও প্রকাশক একই সংবাদ, একই আঙ্গিকে, একই তারিখে প্রকাশ করা কেন অবৈধ হবে না তার যথাযথ কারণ ও প্রমাণাদিসহ পত্র প্রাপ্তির পাঁচ কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নিম্নস্বাক্ষরকারীর নিকট ব্যাখ্যাসহ দাখিল করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আপনি বা আপনাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চিঠিতে নিচে এডিএম উম্মে হাবীবা মীরা স্বাক্ষর করেন। এতে কোন তারিখে কোন পত্রিকার দ্বিতীয় ও তৃতীয় পাতা হুবহু প্রকাশ করা হয়েছে, তার একটি তালিকা দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ১৩টি পত্রিকা ভিন্ন ভিন্ন প্রেসের নামে ডিক্লারেশন নিলেও স্থানীয়ভাবে একই প্রেস থেকে মুদ্রিত হয়। এ জন্য দ্বিতীয় ও তৃতীয় পাতায় প্রকাশিত প্রতিবেদন কপি করে হুবহু ছাপা হয়েছে। দিনের পর দিন এভাবেই পত্রিকাগুলো প্রকাশিত হয়ে আসছে।

দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা পত্রিকা ‘দিগন্ত বাংলা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং’ থেকে মুদ্রিত উল্লেখ করা হয়েছে। জানতে চাইলে পত্রিকা দুটির সম্পাদক আ ন ম ফারুক বলেন, ‘আমাদের প্রেস পরিবর্তনের জন্য আবেদন করা আছে জেলা প্রশাসকের কার্যালয়ে। এখন যে প্রেস (দৈনিক সবুজ প্রিন্টিং প্রেস) থেকে ছাপানো হয়, সেখানে আমরা যাই না, শুধু টাকা দিই। প্রথম ও শেষ পাতা দেখে চলে আসি। ছাপাখানার লোকজন টাকা সেভ করার জন্য হয়তো একধরনের প্লেট ভেতরের পাতায় দিয়েছে। কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না।’ তিনি বলেন, এটি একধরনের অপরাধ হলেও এভাবে শোকজের চিঠি না দিয়ে তাঁদের ডেকে নিয়ে সতর্ক করলে ভালো হতো।

দৈনিক সবুজ প্রিন্টিং প্রেসের একজন কর্মী বলেন, ‘ঈদের পর প্লেট সংকটের কারণে কয়েক দিন ভেতরের পাতা একই রকমের ছাপা হয়।’

বিষয়টিকে অস্বাভাবিক উল্লেখ করে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, ‘পত্রিকাগুলো দাঁড়ি-কমাসহ একই রকমের ছাপা হচ্ছিল। ছাপাখানা ও কপিরাইট আইনসহ দেশের কোনো আইনে এটি কাভার করে না। পত্রিকাগুলো কাগজে ভিন্ন ভিন্ন ছাপাখানা লিখলেও বাস্তবে মনে হচ্ছে একই ছাপাখানা থেকে প্রকাশ করা হচ্ছিল। তা না হলে একই ধরনের প্লেট হওয়ার কথা নয়। হুবহু একই ধরনের পত্রিকা ছাপা হওয়ায় সম্পাদকীয় নীতিমালা কাভার করে বলে মনে হয় না।’

জেলা প্রশাসক আরও বলেন, আইনগতভাবে পত্রিকাগুলোকে বন্ধ করে দেওয়াসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। যাঁর একটি সম্পাদকীয় লেখার যোগ্যতা নেই, তাঁর এ ধরনের পত্রিকা থাকার দরকারই নেই। পত্রিকাগুলোর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে, পাওয়ার পর ছাপাখানাগুলোতে তল্লাশি চালানো হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অলিম্পিক বাছাইয়ে হোঁচট খেল আর্জেন্টিনা

পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্যের পোশাক পরে ভিবিডি’র নীরব প্রতিবাদ

নেভির জাহাজের উপস্থিতিতে নিরাপত্তা নিয়ে শঙ্কিত নাবিকরা

ঘোনায় গ্রাম আদালতে হামলা, জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ঢাবি আইন বিভাগের চেয়ারম্যান নিযুক্ত হলেন সাতক্ষীরার কৃতিসন্তান ড. তৌহিদুল ইসলাম

নাটকীয়তা ইসরায়েলের পার্লামেন্টে, ট্রাম্পের সামনেই ‘ফিলিস্তিনকে স্বীকৃতি’র দাবি

হায়দরাবাদের ব্যাটিং তাণ্ডবে বিদায় নিশ্চিত হয়ে গেলো মুম্বাইয়ের

ফোন, ল্যাপটপ হ্যাকারের থেকে সুরক্ষিত রাখবেন যেভাবে

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

সাতক্ষীরায় হিট স্ট্রোকে শিক্ষকের মৃত্যু!

error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/theeditors.net/public_html/wp-includes/formatting.php on line 4705