সোমবার , ১৬ জুন ২০২৫ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ক্রিকেটে নতুন বিস্ময়, সূর্যবংশীর বন্ধু ২২ ছক্কা ও ৪১ চারে করলেন ৩২৭

প্রতিবেদক
The Editors
জুন ১৬, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ

খেলা ডেস্ক: বৈভব সূর্যবংশীকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। প্রতিভা দিয়ে মাত্র ১৪ বছর বয়সেই বিশ্ব ক্রিকেটে আলোচনায় উঠে এসেছে এই বাঁহাতি।

এবার আলোচনায় তার ১৩ বছর বয়সী বন্ধু অয়ন রাজ। বিহারের এই কিশোর ৩০ ওভারের ম্যাচে করেছে ৩২৭ রান!

ঘটনাটি মুজাফফরপুরের জেলা ক্রিকেট লিগে। সেখানে সংস্কৃতি ক্রিকেট একাডেমির হয়ে খেলে অয়ন। ৩০ ওভারের ম্যাচে ১৩৪ বলে অপরাজিত ৩২৭ রান করেছে সে। ইনিংসে ছিল ৪১টি চার ও ২২টি ছক্কা। শুধু বাউন্ডারি থেকেই এসেছে ২৯৬ রান। স্ট্রাইক রেট ২০০-এরও বেশি।

এমন এক ট্রিপল সেঞ্চুরির পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে এসেছে অয়ন। ভারতের সংবাদমাধ্যম নিউজ ১৮–এ অয়ন সূর্যবংশীর প্রসঙ্গেও কথা বলেছে, ‘প্রতিবার বৈভব ভাইয়ের সঙ্গে কথা বললে একধরনের শক্তি পাই। ছোটবেলায় আমরা একসঙ্গে খেলেছি। এখন সে অনেক বড় জায়গায় গেছে। আমি ওর পথেই হাঁটছি।’

অয়নের বাবা একসময় নিজেও ক্রিকেটার ছিলেন। স্বপ্ন ছিল ভারত জাতীয় দলে খেলার। সেটা পূরণ হয়নি। এখন ছেলেকে দিয়েই সেই স্বপ্ন বাস্তব করতে চান।

নিউজ ১৮ জানিয়েছে, পরিবারের পূর্ণ সমর্থন পাচ্ছে এই খুদে ক্রিকেটার। বৃষ্টি হোক বা উৎসব—প্রতিদিনই অনুশীলন করে। নিজের বাসার ছাদে একটি ছোট নেট অনুশীলনের জায়গা তৈরি করেছে সে। পড়াশোনার চেয়ে ক্রিকেটেই বেশি মনোযোগ। অয়নের একটাই লক্ষ্য—একদিন ভারতের হয়ে খেলতে হবে।

আইপিএলে দুর্দান্ত অভিষেক মৌসুম কাটিয়েছে সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন চোট পাওয়ায় একাদশে সুযোগ মেলে এই ১৪ বছর বয়সীর। সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরেছে সে। সাত ইনিংসে সূর্যবংশীর রান ২৫২ রান, গড় ৩৬। স্ট্রাইক রেট ২০৬.৫৫। মাত্র সাত ম্যাচ খেলেই দলের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক।

এমন পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সূর্যবংশী জায়গা পেয়েছে ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারত অনূর্ধ্ব-১৯ দলে। দলের অধিনায়ক মুম্বাইয়ের আয়ুশ মাতরে, যিনি এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। ২৭ জুন থেকে শুরু হবে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/theeditors.net/public_html/wp-includes/formatting.php on line 4705