সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) বিকালে ‘সনাক-টিআইবি’র সহায়তায় অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ-এসিজি কর্তৃক এই মিটিং অনুষ্ঠিত হয়।
সভায় নিরাপদ পানীয় জলের অভাব; সিটিজেন চার্টার বা তথ্যবার্ড না থাকা; অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির কার্যকর পদ্ধতির অভাব; বিদ্যালয়ের মাঠ নীচু থাকার কারণে বৃষ্টির দিনে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া; ছাত্র-ছাত্রীদের সাইকেল রাখার জন্য পর্যাপ্ত শেড এর অভাব; ছাত্রীবান্ধব অবকাঠামো সংকট প্রভৃতি বিষয় উঠে আসে।
সভায় সমস্যাগুলো সমাধানের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে- এমনকি প্রয়োজনে শিক্ষা কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এসিজি’র সমন্বয়ক সঞ্জয় কুমার হালদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক এর শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক প্রফেসর আব্দুল হামিদ।
স্বাগত বক্তব্য রাখেন এসিজি’র সদস্য পিংকি রানী দাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য ইয়াছিন সিদ্দীকী, রেবেকা সুলতানা, এসিজি সদস্য পূর্নিমা রানী, প্রীতিশ সরকার, স্থানীয় নাগরিক রাশেদুল ইসলাম, লক্ষ্মী দাস, অনিমা দাস, নন্দিতা রানী দত্ত এবং টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর (সিই) মো. মনিরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন টিআইবির ইন্টার্ন মুশফিকুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি