বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কয়রার শিক্ষক রেজাউল হত‌্যা মামলার ৭ আসা‌মি কারাগা‌রে

প্রতিবেদক
the editors
অক্টোবর ১৭, ২০২৪ ৭:৫৫ অপরাহ্ণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএম রেজাউল করিম হত‌্যা মামলার সাত আসা‌মি‌র জা‌মিন না মঞ্জুর ক‌রে কারাগা‌রে পা‌ঠি‌য়েছে আদালত।

বুধবার (১৬ অ‌ক্টোবর) খুলনা‌র চিফ জু‌ডি‌শিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট আদাল‌তের বিজ্ঞ বিচারক মোঃ রা‌খিবুল ইসলাম এ আদেশ দেন।

আসা‌মিরা হ‌লেন, সোহরাব মোল্লা, মে‌হেদী হাসান লিটন, রুহুল আমিন, ইমদাদুল হক, ফারুক মোল্লা, আলমগীর হো‌সেন ও আইয়ুব মোল্লা।

বা‌দীপ‌ক্ষের আইনজী‌বী অ্যাড. ম‌নিরুল ইসলাম পান্না ব‌লেন, আসা‌মি‌রা হাইকোর্ট থে‌কে জা‌মিন নেন। জা‌মিনের শেষ‌দিন ছিল বুধবার। ওই দিন আসা‌মিরা খুলনা চিফ জু‌ডি‌শিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট আদাল‌তে হা‌জিরা দি‌তে আস‌লে বিজ্ঞ বিচারক তা‌দের‌কে কারাগ‌া‌রে পাঠা‌নোর নি‌র্দেশ দেন।

 

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!