সোমবার , ১৬ জুন ২০২৫ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

নিখোঁজ মডেলের ম-র-দে-হ মিললো খালে

প্রতিবেদক
The Editors
জুন ১৬, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক: শুটিংয়ে যাওয়ার পর আর সন্ধান পাওয়া যাচ্ছিল না এ মডেলের। পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করার পর পুলিশের তদন্তে ভারতের হরিয়ানার সোনিপাতের একটি খাল থেকে উদ্ধার করা হয়েছে তার ক্ষতবিক্ষত মরদেহ। প্রাথমিক তদন্তে পুলিশের করা হয়েছে গলার নলি কেটে এ মডেলকে খুন করা হয়েছে। মডেলের নাম শীতল।

পানিপথের খালিলা মাজরা গ্রামের বাসিন্দা শীতল মডেলিংয়ের পাশাপাশি মিউজিক ভিডিওর কাজও করতেন। মডেলিং শুরু করার আগে শীতল কর্ণালের একটি হোটেলে কাজ করতেন। পরিচিত ছিলেন সিমি চৌধুরী নামেও। ১৪ জুন বাড়ি থেকে বেরিয়েছিলেন শীতল শুটিংয়ের উদ্দেশ্যে। নির্ধারিত সময়ের পরেও বাড়ি না ফিরলে পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর রোববার উদ্ধার হয় শীতলের মরদেহ। তার মরদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে পুলিশি তদন্ত। এই খুনের নেপথ্যে কী কারণ থাকতে পারে তা খতিয়ে দেখছে পুলিশ।

যদিও শীতলের দিদি নেহার অভিযোগের তীর শীতলের সাবেক বন্ধু সুনীলের দিকে। নেহা দাবি করছেন শীতলের সাবেক বন্ধু সুনীল এ ঘটনায় জড়িত। তিনিই শীতলকে হত্যা করেছেন। বলে অভিযোগ শীতলের দিদির।

কর্ণালের হোটেলে কাজ করার সময়ই সুনীলের সঙ্গে পরিচয় হয় শীতলের। নেহার আরও দাবি তার বোন শীতল তাকে সেদিন ফোনে জানিয়েছিলেন যে এদিন শুটিং ফ্লোরেও নাকি সুনীল এসেছিলেন ও তার বোনকে সেখানেই বেধড়ক মেরেছিলেন তিনি। শুধু তাই নয় সেখানে গিয়ে সুনীল নাকি তার বোনের উপর বিভিন্নরকম চাপ সৃষ্টি করেছিল। তাকে বাইরে বেড়াতে যাওয়ার জন্যও বারবার বলতে থাকে। নেহা সুনীলের কথায় রাজি না হওয়াতে পরিস্থিতি আরও জটিল হয়। পরে পুরো ঘটনা নাকি ফোনে তার বোন শীতল নিজেই তাকে জানিয়েছিলেন।

নেহার আরও দাবি শীতলকে নাকি বিভিন্নভাবে উত্যক্ত করত সুনীল। পরে শীতল নাকি জানতে পেরেছিলেন যে সুনীল বিবাহিত ও তার দুই সন্তান রয়েছে। এরপর থেকে আরও বেশি করে তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করাতেই বোনকে এরকমভাবে জীবন দিয়ে মূল্য দিয়ে যেতে হলো আক্ষেপ নেহার।

নেহা আরও জানান রোববার রাতে দিল্লিতে একটি খালে সুনীলের গাড়ি পড়ে গিয়েছিল। সেখান থেকে সুনীলকে উদ্ধার করে আনা সম্ভব হলেও তার বোনকে উদ্ধার করা সম্ভব হয়নি। সেখান থেকেই তার সন্দেহ আরও জোরালো হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/theeditors.net/public_html/wp-includes/formatting.php on line 4705