মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আনন্দঘন পরিবেশে শুরু হলো ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম।
প্রভাষক আনিছুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি শেখ নাজমুল হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রমেশ চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক কাজী সাইফুল্লাহ, সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, ক্রীড়া শিক্ষক প্রদীপ কুমার মণ্ডল এবং প্রাক্তন শিক্ষার্থী ও ব্যবসায়ী কাজী তৌহিদ হাসান।
প্রতিযোগিতায় উপজেলার ১৬টি স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ, দৌড় প্রতিযোগিতা, ফুটবল, ভলিবলসহ নানা ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। খেলাগুলো পরিচালনা করেন রেফারি মিজানুর রহমান, সহকারী রেফারি লালটু ইসলাম ও আব্দুর রাশেদ এবং শিক্ষক শহিদুল ইসলাম।



















